পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবিতে ধস্তাধস্তি
- সর্বশেষ আপডেট ০৮:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 83
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপ-উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
শিক্ষার্থীরা দুপুর আড়াইটার দিকে প্রশাসনিক ভবনের সামনে টায়ারে আগুন ধরান। পরে বিকাল ৩টা ৩০ মিনিটে তারা উপ-উপাচার্য মাইন উদ্দিনের বাসভবন ঘেরাও করে, গাড়ি আটকে রাখে এবং বাসভবনে তালা ঝুলিয়ে দেন। এতে উপ-উপাচার্য বাসভবনে প্রবেশ করতে পারেননি।
পরবর্তীতে উপ-উপাচার্য ও প্রক্টর ভবনে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা বাধা প্রদান করেন। ধস্তাধস্তির ঘটনায় শিক্ষার্থীসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
প্রক্টর মাহবুবর রহমান বলেন, ধাক্কাধাক্কির সময় তার হাতের ঘড়ি ও ১০ হাজার টাকা হারিয়ে গেছে। তিনি বলেন, ধাক্কাধাক্কি ঘটতে পারে, কিন্তু ঘড়ি ও টাকার ক্ষতি স্বাভাবিক নয়।
এর আগে, শুক্রবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছিলেন। পরবর্তীতে আরও শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন।

































