রোয়াংছড়িতে টমটম চালক হত্যার আসামি গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৫:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 90
বান্দরবানে রোয়াংছড়িতে অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) নামে এক টমটম চালককে হত্যার ঘটনায় রাজন্ত তঞ্চঙ্গ্যা (২৩) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শহীদুল্লাহ কাউছার।
গ্রেপ্তারকৃত রাজন্ত তঞ্চঙ্গ্যা রোয়াংছড়ি উপজেলার নাথিং ঝিরি পূর্ণবাসন পাড়ার বাসিন্দা এবং দানিয়েল ত্রিপুরার ছেলে। এ ঘটনায় তাঁর বাবা দানিয়েল ত্রিপুরা পলাতক রয়েছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামিদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য একাধিক টিম অভিযান শুরু করে। অভিযানে সন্দেহভাজন রাজন্ত তঞ্চঙ্গ্যাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে মুনাফা দেওয়ার শর্তে সে ভিকটিম অমন্ত সেনকে মোট ৩৫ হাজার টাকা দিয়েছিল। কিন্তু সাত-আট মাসেও অমন্ত তাকে কোনো টাকা ফেরত না দেওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে গাছ দিয়ে মাথায় আঘাত করলে অমন্ত ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর লাশ টেনে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী তারাছা খালের পানিতে ফেলে দেয়।
বান্দরবান পুলিশ সুপার শহীদুল্লাহ কাউছার বলেন, টাকার লেনদেনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বাকবিতণ্ডার জেরে হত্যাকাণ্ড ঘটে। পরে মরদেহ তারাছা খালে ফেলে দেওয়া হয়। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে অমন্ত সেন তঞ্চঙ্গ্যা খুন হন। দুই দিন পর বান্দরবান পৌর শহরের সাঙ্গু নদীতে পানির ওপর ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।


































