শিরোনাম
নরসিংদীতে ব্রহ্মপুত্র পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সিনিয়র প্রতিবেদক, নরসিংদী
- সর্বশেষ আপডেট ০১:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 128
নরসিংদীর মনোহরদী উপজেলায় ব্রহ্মপুত্র নদের পাড় থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজারের পশ্চিম পাশে শ্মশান ঘাট এলাকার কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৩ বছর।
মনোহরদী থানার তদন্ত কর্মকর্তা মাহাতাব রহমান জানান, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরে বিস্তারিত তথ্য জানা যাবে।


































