শিরোনাম
চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা
- সর্বশেষ আপডেট ১২:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 64
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলী গ্রামে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সময় শনিবার সকাল ১০টার দিকে তাঁরা একটি মাঠে ছিলেন। নিহতরা হলো মাঝের পাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)।
সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, এক ভাই হাসপাতালে আসার আগেই মারা যান, আর অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনার কারণ হিসেবে গরু কেনাবেচা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধকে উল্লেখ করেছেন। তিনি বলেন, পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে টিম পাঠিয়েছে এবং অভিযুক্তদের ধরার জন্য অভিযান চালাচ্ছে।
চুয়াডাঙ্গার এই ঘটনা এলাকায় শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।




































