যুবদল সাধারণ সম্পাদক
পিআর পদ্ধতির নির্বাচন জাতীয় স্বার্থের পরিপন্থি
- সর্বশেষ আপডেট ০৮:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 100
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন বলেছেন, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে, তা অযৌক্তিক এবং জাতীয় স্বার্থের পরিপন্থি।
শুক্রবার ব্রজগোপাল টাউন হলে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে চরফ্যাশন উপজেলার ১০৩ জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি বলেন, “তাদের দাবি আলোচনার মধ্যেই রয়েছে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন অযৌক্তিক। আলোচনার টেবিলে এ নিয়ে সমাধান হবে। ঐকমত্যের ভিত্তিতে সব দলের অংশগ্রহণে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে।”
নুরুল ইসলাম নয়ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষার উন্নয়নে অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির মধ্যেও শিক্ষার বিষয় অন্তর্ভুক্ত করেছেন, যাতে দেশের ছাত্রছাত্রীদের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা হয়।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, ভোলা জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার, চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য, কৃতী শিক্ষার্থী ও বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


































