ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পানিতে ডুবে দুই ভাইসহ চারজনের মৃত্যু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 93

পানিতে ডুবে মৃত্যু (প্রতীকী ছবি)

নওগাঁর রাণীনগর, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও ভোলায় পানিতে ডুবে দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে।

নওগাঁর রাণীনগরের ঘোষগ্রাম প্রামাণিকপাড়া গ্রামের মৃত হায়ের আলীর ছেলে মফিজ উদ্দীন (৬৫) ও হবিজ উদ্দীন (৪৫) বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন। শুক্রবার দুপুরে আধা কিলোমিটার দূরে ঘোষগ্রাম মিনাপাড়ার একটি পুকুরে তাদের ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে মৃত অবস্থায় পায়। তারা মানসিক প্রতিবন্ধী ছিলেন।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায় স্কুলছাত্র আলিফ হোসেন (১৫)। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা ৩টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলিফ চৌবাড়ী গ্রামের মৃত বাবু মিয়ারের ছেলে এবং জামতৈল ধোপাকান্দি বালক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

ভোলায় নিখোঁজের ১৪ ঘণ্টা পর শুক্রবার শহরের ওয়েস্টার্নপাড়া রিজার্ভ পুকুর থেকে ওয়াসিফা তালুকদার (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। ওয়াসিফা নেত্রকোনা জেলার মৃত মো. সোহেল তালুকদারের মেয়ে। পুলিশ জানায়, বাবা মারা যাওয়ার পর ওয়াসিফা ও তার ভাই মা খাদিজার সঙ্গে ভোলায় থাকতেন। মা গ্রামের বাড়ি মাগুরায় গেলে ওয়াসিফা ও তার খালাতো বোন হাবিবা বাসায় ছিলেন। বিকেলে ওয়াসিফাকে না দেখে হাবিবা খালাকে জানালে, শুক্রবার সকালে স্থানীয়রা পুকুরে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পানিতে ডুবে দুই ভাইসহ চারজনের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৭:৫৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর রাণীনগর, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও ভোলায় পানিতে ডুবে দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে।

নওগাঁর রাণীনগরের ঘোষগ্রাম প্রামাণিকপাড়া গ্রামের মৃত হায়ের আলীর ছেলে মফিজ উদ্দীন (৬৫) ও হবিজ উদ্দীন (৪৫) বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন। শুক্রবার দুপুরে আধা কিলোমিটার দূরে ঘোষগ্রাম মিনাপাড়ার একটি পুকুরে তাদের ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে মৃত অবস্থায় পায়। তারা মানসিক প্রতিবন্ধী ছিলেন।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায় স্কুলছাত্র আলিফ হোসেন (১৫)। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা ৩টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলিফ চৌবাড়ী গ্রামের মৃত বাবু মিয়ারের ছেলে এবং জামতৈল ধোপাকান্দি বালক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

ভোলায় নিখোঁজের ১৪ ঘণ্টা পর শুক্রবার শহরের ওয়েস্টার্নপাড়া রিজার্ভ পুকুর থেকে ওয়াসিফা তালুকদার (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। ওয়াসিফা নেত্রকোনা জেলার মৃত মো. সোহেল তালুকদারের মেয়ে। পুলিশ জানায়, বাবা মারা যাওয়ার পর ওয়াসিফা ও তার ভাই মা খাদিজার সঙ্গে ভোলায় থাকতেন। মা গ্রামের বাড়ি মাগুরায় গেলে ওয়াসিফা ও তার খালাতো বোন হাবিবা বাসায় ছিলেন। বিকেলে ওয়াসিফাকে না দেখে হাবিবা খালাকে জানালে, শুক্রবার সকালে স্থানীয়রা পুকুরে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে। লাশ মর্গে পাঠানো হয়েছে।