ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুজিবনগর সীমান্তে ৪ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 80

মুজিবনগর সীমান্তে ৪ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ চার বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেওয়া হয়। মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে মুজিবনগর থানাধীন বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার নং-১০৫-এর নিকটবর্তী ভবরপাড়া স্বাধীনতা সড়কের সীমান্তে ও ভারতের চাপড়া থানার হ্নদয়পুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকে মুজিবনগর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশারসহ ১০ জন এবং বিএসএফের ইন্সপেক্টর ধর্মেন্দ্র কুমার পান্ডে সহ ৯ জন উপস্থিত ছিলেন।

ফেরত দেওয়া চারজন হলেন—চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মৃত শহিদুল ইসলামের ছেলে মো. রতন হোসেন (৩৪), তার স্ত্রী রাবেয়া আক্তার (৩৪), তাদের মেয়ে রাবেয়া খাতুন (১০) এবং ছেলে ইমাম হোসেন (১ মাস)।

তারা ভারতের রাজস্থানের বিকান জেলার ভেসকলোনি থানার পাবনপুরি গান্ধী কলোনিতে বসবাস করতেন। মো. রতন হোসেন সেখানে রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন। তারা ২০২২ সালের অক্টোবর মাসে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। ২৮ আগস্ট ভারতীয় পুলিশ তাদের আটক করে হেফাজতে রেখেছিল। পরে আটককৃতদের বিএসএফের নিকট হস্তান্তর করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, বিজিবি শিশুসহ চারজনকে থানায় হস্তান্তর করেছে। বিজিবি জানিয়েছে, তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুজিবনগর সীমান্তে ৪ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

সর্বশেষ আপডেট ০৫:৫৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ চার বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেওয়া হয়। মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে মুজিবনগর থানাধীন বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার নং-১০৫-এর নিকটবর্তী ভবরপাড়া স্বাধীনতা সড়কের সীমান্তে ও ভারতের চাপড়া থানার হ্নদয়পুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকে মুজিবনগর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশারসহ ১০ জন এবং বিএসএফের ইন্সপেক্টর ধর্মেন্দ্র কুমার পান্ডে সহ ৯ জন উপস্থিত ছিলেন।

ফেরত দেওয়া চারজন হলেন—চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মৃত শহিদুল ইসলামের ছেলে মো. রতন হোসেন (৩৪), তার স্ত্রী রাবেয়া আক্তার (৩৪), তাদের মেয়ে রাবেয়া খাতুন (১০) এবং ছেলে ইমাম হোসেন (১ মাস)।

তারা ভারতের রাজস্থানের বিকান জেলার ভেসকলোনি থানার পাবনপুরি গান্ধী কলোনিতে বসবাস করতেন। মো. রতন হোসেন সেখানে রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন। তারা ২০২২ সালের অক্টোবর মাসে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। ২৮ আগস্ট ভারতীয় পুলিশ তাদের আটক করে হেফাজতে রেখেছিল। পরে আটককৃতদের বিএসএফের নিকট হস্তান্তর করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, বিজিবি শিশুসহ চারজনকে থানায় হস্তান্তর করেছে। বিজিবি জানিয়েছে, তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।