ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির সতর্কবার্তা পেল পিসিবি

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৫১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 94

আইসিসির সতর্কবার্তা পেল পিসিবি

ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে হ্যান্ডশেক বিতর্কে নতুন মোড় তৈরি হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধেই নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে পিসিবি একাধিকবার নির্ধারিত নিয়ম ভেঙেছে বলে অভিযোগ উঠে। এ কারণে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত সরাসরি ই-মেইল পাঠিয়ে সতর্ক করেছেন।

অভিযোগগুলোর মধ্যে ছিল—ম্যাচ শুরুর বিলম্ব ঘটানো, ম্যাচ রেফারির ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করা, সরকারি বিবৃতিতে মিথ্যাচার এবং প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিশিয়াল এরিনায় (পিএমওএ) অনুমোদনহীন ব্যক্তিকে প্রবেশ করানো।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানিকে এমন এক বৈঠকে নেওয়া হয় যেখানে তার প্রবেশাধিকার ছিল না। এমনকি মোবাইল ফোন নিয়েও ঢুকতে চেয়েছিলেন তিনি। পরে পিসিবি সেই বৈঠকের ভিডিও নিজেদের মাধ্যমে প্রচার করে, যা আইসিসির মতে স্পষ্ট নিয়মভঙ্গ।

এছাড়া বৈঠক শেষে পিসিবি দাবি করে যে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নাকি ক্ষমা চেয়েছেন। কিন্তু আইসিসির ভাষ্য অনুযায়ী, পাইক্রফট কেবল ভুল বোঝাবুঝি হলে সেটা পেছনে ফেলে সামনের দিকে এগোনোর কথা বলেছিলেন।

আইসিসির এক কর্মকর্তা বলেন, “খেলার স্বার্থে এবং টুর্নামেন্টের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমরা পিসিবির শর্ত মেনেছিলাম। কিন্তু এর মধ্য দিয়ে পিএমওএ’র শৃঙ্খলার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শিত হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইসিসির সতর্কবার্তা পেল পিসিবি

সর্বশেষ আপডেট ০৪:৫১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে হ্যান্ডশেক বিতর্কে নতুন মোড় তৈরি হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধেই নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে পিসিবি একাধিকবার নির্ধারিত নিয়ম ভেঙেছে বলে অভিযোগ উঠে। এ কারণে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত সরাসরি ই-মেইল পাঠিয়ে সতর্ক করেছেন।

অভিযোগগুলোর মধ্যে ছিল—ম্যাচ শুরুর বিলম্ব ঘটানো, ম্যাচ রেফারির ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করা, সরকারি বিবৃতিতে মিথ্যাচার এবং প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিশিয়াল এরিনায় (পিএমওএ) অনুমোদনহীন ব্যক্তিকে প্রবেশ করানো।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানিকে এমন এক বৈঠকে নেওয়া হয় যেখানে তার প্রবেশাধিকার ছিল না। এমনকি মোবাইল ফোন নিয়েও ঢুকতে চেয়েছিলেন তিনি। পরে পিসিবি সেই বৈঠকের ভিডিও নিজেদের মাধ্যমে প্রচার করে, যা আইসিসির মতে স্পষ্ট নিয়মভঙ্গ।

এছাড়া বৈঠক শেষে পিসিবি দাবি করে যে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নাকি ক্ষমা চেয়েছেন। কিন্তু আইসিসির ভাষ্য অনুযায়ী, পাইক্রফট কেবল ভুল বোঝাবুঝি হলে সেটা পেছনে ফেলে সামনের দিকে এগোনোর কথা বলেছিলেন।

আইসিসির এক কর্মকর্তা বলেন, “খেলার স্বার্থে এবং টুর্নামেন্টের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমরা পিসিবির শর্ত মেনেছিলাম। কিন্তু এর মধ্য দিয়ে পিএমওএ’র শৃঙ্খলার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শিত হয়েছে।”