ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো ৬৬ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ (কক্সবাজার)
  • সর্বশেষ আপডেট ১১:২৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 87

টেকনাফের গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ৬৬ জনকে যৌথ বাহিনী উদ্ধার করেছে। তাদের মধ্যে ৪৪ জন নারী ও শিশু। অভিযানটি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে চালানো হয়।

কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ৬৬ জনের বেশির ভাগই রোহিঙ্গা। একটি সংঘবদ্ধ দালাল চক্রের সহযোগিতায় পাচারকারীরা তাদের গহীন পাহাড়ের ভেতরে একটি আস্তানায় জড়ো করেছিল। কেউ উন্নত জীবনযাপনের প্রলোভনে, কেউ অপহরণ করে আনা হয়েছিল। সেখানে জিম্মি করা লোকদের মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছিল। খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়। তবে পাচারকারী দলের ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়।

কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেছেন, “পাচারকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ৬৬ জনের পরিচয় যাচাই করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী সূত্র জানিয়েছে, চলতি বছরে টেকনাফে ৬২ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। শীতের মৌসুমে মানব পাচারের ঘটনা সাধারণত বৃদ্ধি পায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো ৬৬ জন উদ্ধার

সর্বশেষ আপডেট ১১:২৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ৬৬ জনকে যৌথ বাহিনী উদ্ধার করেছে। তাদের মধ্যে ৪৪ জন নারী ও শিশু। অভিযানটি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে চালানো হয়।

কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ৬৬ জনের বেশির ভাগই রোহিঙ্গা। একটি সংঘবদ্ধ দালাল চক্রের সহযোগিতায় পাচারকারীরা তাদের গহীন পাহাড়ের ভেতরে একটি আস্তানায় জড়ো করেছিল। কেউ উন্নত জীবনযাপনের প্রলোভনে, কেউ অপহরণ করে আনা হয়েছিল। সেখানে জিম্মি করা লোকদের মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছিল। খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়। তবে পাচারকারী দলের ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়।

কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেছেন, “পাচারকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ৬৬ জনের পরিচয় যাচাই করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী সূত্র জানিয়েছে, চলতি বছরে টেকনাফে ৬২ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। শীতের মৌসুমে মানব পাচারের ঘটনা সাধারণত বৃদ্ধি পায়।