আফগানদের বিদায়, সুপার ফোরে বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ১০:১৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 70
এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে বাংলাদেশের ভাগ্যও জড়িয়ে ছিল। শ্রীলঙ্কা জিতলেই পরবর্তী রাউন্ডে জায়গা পেত টাইগাররা। সেই সমীকরণেই বৃহস্পতিবার আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়েই সুপার ফোর নিশ্চিত করেছে লঙ্কানরা।
আবুধাবির জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং শুরু করে আফগানিস্তান। শুরুতেই চাপে পড়ে তারা—পাওয়ার প্লেতে তিন উইকেট হারানোর পর ৭৯ রানের মধ্যে ছয় ব্যাটার ফেরে সাজঘরে। তবে শেষ দিকে পাল্টা আক্রমণ চালান মোহাম্মদ নবী। শেষ ওভারে টানা পাঁচ ছক্কাসহ ২২ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। রশিদ খানের সঙ্গে নবীর ৩৫ রানের জুটিতে আফগানরা দাঁড় করায় ৮ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ। রশিদ করেন ২৩ বলে ২৪ রান। ওপেনার ইব্রাহিম জাদরান ও সাদেকুল্লাহ আতাল যথাক্রমে ২৪ ও ১৮ রান যোগ করেন।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও শুরুতে চাপের মুখে পড়ে। মাত্র ২২ রানে পাথুম নিশাঙ্কা (৬) আউট হন, আর ৪৭ রানে ফেরেন মিশারা (৪)। তবে অপর প্রান্তে দাঁড়িয়ে থাকেন কুশল মেন্ডিস। তিনি ৫২ বলে অপরাজিত ৭৪ রান করে ম্যাচ বের করে আনেন। মেন্ডিসের ব্যাট থেকে আসে ১০টি চার। কুশল পেরেরা ২০ বলে ২৮ রান করেন, আশালঙ্কা ১২ বলে ১৭ রান যোগ করেন, আর শেষ দিকে কামিন্দু মেন্ডিস খেলেন ১৩ বলে ২৬ রানের ঝলমলে ইনিংস।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নুয়ান থুসারা। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট।
এই জয়ে গ্রুপ থেকে বিদায় নিতে হলো আফগানিস্তানকে। অন্যদিকে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানকে নিয়ে গঠিত হলো এশিয়া কাপের সুপার ফোর পর্ব। এখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল।































