শিরোনাম
বাগেরহাটে পুকুরে ডুবে দাদা-নাতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
- সর্বশেষ আপডেট ০৮:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 98
বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুরে গোসল করার সময় দাদা ও নাতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন; নূর কাদের মোল্লা (৯) এবং তার দাদা শাহজাহান মোল্লা (৮০)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটি পুকুর থেকে উঠতে পারছিল না, সাহায্যের জন্য দাদা পানিতে নেমে গেলে তিনিও ডুবে যান।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
































