ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু নির্বাচনে স্বামী-স্ত্রী প্রার্থী, ক্যাম্পাসে নতুন রঙ

নিজস্ব প্রতিবেদক, রাবি (রাজশাহী)
  • সর্বশেষ আপডেট ০৮:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 171

রাকসু নির্বাচনে স্বামী-স্ত্রী প্রার্থী, ক্যাম্পাসে নতুন রঙ

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এবারে নজর কাড়েছে এক স্বামী-স্ত্রী প্রার্থী দম্পতি। স্বামী হাবিবুর রহমান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্ত্রী সানজিদা ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং মন্নুজান হল সংসদে সাহিত্য ও বিতর্ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

দম্পতি জানান, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ক্লাব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় নির্বাচনে অংশ নেওয়ার অনুপ্রেরণা পেয়েছেন। হাবিবুর বলেন, “আমরা ভিন্ন পদে লড়ছি, তবে লক্ষ্য শিক্ষার্থীদের জন্য সেরা সেবা দেওয়া।”

প্রচারণা কার্যক্রমে শিক্ষার্থীদের সাড়া বেশ ইতিবাচক। ইসলামিক স্টাডিজ বিভাগের মরিয়ম আক্তার বলেন, “দম্পতি হিসেবে দায়িত্ব সামলানো সহজ নয়, তবে তারা যদি দায়িত্বশীল হন, নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন।” রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তন্ময় যোগ করেন, “স্বামী-স্ত্রী একসঙ্গে নির্বাচনে এসেছে; ক্যাম্পাসে নতুন রঙ এসেছে।”

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচনে দম্পতি প্রার্থী হওয়া নজির রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাই মজা করে বলছেন; “রাকসুতে শুরু হলো দম্পতি অধ্যায়।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাকসু নির্বাচনে স্বামী-স্ত্রী প্রার্থী, ক্যাম্পাসে নতুন রঙ

সর্বশেষ আপডেট ০৮:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এবারে নজর কাড়েছে এক স্বামী-স্ত্রী প্রার্থী দম্পতি। স্বামী হাবিবুর রহমান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্ত্রী সানজিদা ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং মন্নুজান হল সংসদে সাহিত্য ও বিতর্ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

দম্পতি জানান, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ক্লাব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় নির্বাচনে অংশ নেওয়ার অনুপ্রেরণা পেয়েছেন। হাবিবুর বলেন, “আমরা ভিন্ন পদে লড়ছি, তবে লক্ষ্য শিক্ষার্থীদের জন্য সেরা সেবা দেওয়া।”

প্রচারণা কার্যক্রমে শিক্ষার্থীদের সাড়া বেশ ইতিবাচক। ইসলামিক স্টাডিজ বিভাগের মরিয়ম আক্তার বলেন, “দম্পতি হিসেবে দায়িত্ব সামলানো সহজ নয়, তবে তারা যদি দায়িত্বশীল হন, নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন।” রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তন্ময় যোগ করেন, “স্বামী-স্ত্রী একসঙ্গে নির্বাচনে এসেছে; ক্যাম্পাসে নতুন রঙ এসেছে।”

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচনে দম্পতি প্রার্থী হওয়া নজির রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাই মজা করে বলছেন; “রাকসুতে শুরু হলো দম্পতি অধ্যায়।”