১৭ নারীকে বিয়ে করা বন কর্মকর্তা এখন রংপুরে
- সর্বশেষ আপডেট ০৭:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 83
বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারী ১৭ নারীকে বিয়ে করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়।
বরিশাল বন বিভাগের দায়িত্বভার গ্রহণ করেছেন পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞা।
অভিযোগ রয়েছে, কবির হোসেন বিভিন্ন প্রলোভন; যেমন বিদেশে পড়াশোনা, সরকারি চাকরি, বিমানবালা হিসেবে চাকরি বা সম্পত্তি দেওয়ার আশ্বাস দিয়ে ১৪ থেকে ১৭ নারীকে বিয়ে করেছেন। ভুক্তভোগীরা ১১ সেপ্টেম্বর বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
এ বিষয়ে বরিশাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, মো. কবির হোসেন ফ্যামিলি আইন ১৯৬১-এর ৬ ধারার লঙ্ঘন করেছেন এবং ১৭টি বিয়ের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে চ্যালেঞ্জ করেছেন।
অভিযুক্ত বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ থাকার কারণে কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।


































