ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু ১৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 121

একুশে বইমেলা স্থগিত

প্রতিবছর ফেব্রুয়ারিতে আয়োজন হওয়া অমর একুশে বইমেলা এবার এগিয়ে ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। মেলা চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও রমজানের সময়সূচি বিবেচনা করেই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। মেলার আয়োজন হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়।

অমর একুশে গ্রন্থমেলা জাতির ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে সম্পৃক্ত সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই বিশেষ প্রেক্ষাপটেও সরকারের পক্ষ থেকে এর আয়োজন নিশ্চিত করা হয়েছে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের নেতৃত্বে একটি সভায় মেলার তারিখ চূড়ান্ত করা হয়। সভায় বাংলা একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক আজম বলেন, এবারের মেলায় প্রকাশকদের স্বার্থ, পাঠক উপস্থিতি এবং নিরাপত্তা বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে। প্রকাশকরা সময় পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু ১৭ ডিসেম্বর

সর্বশেষ আপডেট ০৭:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

প্রতিবছর ফেব্রুয়ারিতে আয়োজন হওয়া অমর একুশে বইমেলা এবার এগিয়ে ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। মেলা চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও রমজানের সময়সূচি বিবেচনা করেই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। মেলার আয়োজন হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়।

অমর একুশে গ্রন্থমেলা জাতির ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে সম্পৃক্ত সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই বিশেষ প্রেক্ষাপটেও সরকারের পক্ষ থেকে এর আয়োজন নিশ্চিত করা হয়েছে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের নেতৃত্বে একটি সভায় মেলার তারিখ চূড়ান্ত করা হয়। সভায় বাংলা একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক আজম বলেন, এবারের মেলায় প্রকাশকদের স্বার্থ, পাঠক উপস্থিতি এবং নিরাপত্তা বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে। প্রকাশকরা সময় পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।