চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করলো ছাত্রদল
- সর্বশেষ আপডেট ০৪:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 142
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
ঘোষিত প্যানেল অনুযায়ী, চাকসুর সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দর্শন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শাফায়াত হোসেন।
লিখিত বক্তব্যে নাছির উদ্দিন বলেন, “চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জেনে আমরা আনন্দিত। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, এমনটাই প্রত্যাশা করি।”
তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের নানা সমস্যা রয়েছে—বিশেষ করে আবাসন সংকট, শাটল ট্রেনের অপর্যাপ্ততা, ক্যাম্পাসের বাইরে নিরাপত্তা, খাবারের মান ও একাডেমিক কার্যক্রমে ধীরগতি। এসব বিষয়ে চাকসুর মাধ্যমে প্রশাসনের সঙ্গে আলোচনায় গিয়ে সমাধান বের করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নাছির উদ্দিন বলেন, “যদি শিক্ষার্থীরা আমাদের প্যানেলের প্রার্থীদের নির্বাচিত করেন, তাহলে আমরা তাদের পক্ষে কাজ করবো। ছাত্রদল অতীতেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে।”
তিনি আরও বলেন, “ছাত্রদল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ১৯৬৯ ও ১৯৯০-এর গণ-অভ্যুত্থান এবং সাম্প্রতিক ২০২৪-এর গণআন্দোলনের চেতনায় বিশ্বাসী। আমরা ধর্মীয় স্বাধীনতা, নারীর অধিকার, এবং মুক্ত-গণতান্ত্রিক ক্যাম্পাস গঠনের পক্ষে।”
নাছির অভিযোগ করেন, “চাকসু নির্বাচনের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাইনি। প্রশাসন চরম দলীয়করণে জড়িয়ে পড়েছে এবং একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের পক্ষে পক্ষপাতমূলক আচরণ করছে। ছাত্রদল বিশ্বাস করে, প্রশাসন কোনো বিশেষ দলের সহযোগী নয়—বরং সকল শিক্ষার্থীর প্রতি সমান দৃষ্টিভঙ্গি থাকা উচিত।”
ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল:
-
সহসাধারণ সম্পাদক: আইয়ুবুর রহমান তৌফিক
-
ক্রীড়া ও খেলাধুলাবিষয়ক সম্পাদক: আজহারুল ইসলাম
-
সহক্রীড়া সম্পাদক: জয় বড়ুয়া
-
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: মো. মোজাম্মেল হক
-
সহসম্পাদক (সাহিত্য): শহীদুল কায়সার
-
দপ্তর সম্পাদক: তৌহিদুল ইসলাম ভূঁইয়া
-
সহদপ্তর সম্পাদক: শাহরিয়ার উল্লাহ ফাহাদ
-
ছাত্রী কল্যাণ সম্পাদক: নুজহাত জাহান
-
সহছাত্রী কল্যাণ সম্পাদক: শাফকাত শফিক
-
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: মো. ওজায়ের হোসেন
-
গবেষণা ও উন্নয়ন সম্পাদক: ফাইরুজ সাদাফ
-
সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: ইমাম হাসান
-
স্বাস্থ্য সম্পাদক: মো. আবরার
-
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: শাহরিয়ার লিমন
-
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: শ্রুতিরাজ চৌধুরী
-
যোগাযোগ ও আবাসন সম্পাদক: মো. সায়েম উদ্দিন আহমেদ
-
সহযোগাযোগ ও আবাসন সম্পাদক: ইয়াসিন আরাফাত
-
আইন ও মানবাধিকার সম্পাদক: আবদুল্লাহ আল সাকিব
-
পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মো. জাবেদ

































