ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রোয়াংছড়িতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৯:০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 140

অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬)। (ফাইল ফটো)

বান্দরবানের রোয়াংছড়িতে নিখোঁজ হওয়া অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে সাতটায় পৌরসভা ক্যাচিংঘাটা নদীর ঘাট থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

 

উদ্ধার হওয়া ব্যক্তি আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নাটিং ঝিড়ি এলাকার ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গেল রোববার রাতে ইজিবাইকটি রোয়াংছড়ি বাসস্টেশনে রেখে বাড়ি ফেরার সে নিখোঁজ হয়ে যান। পরের দিন সকাল থেকে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম বিভিন্ন এলাকায় তল্লাশি চালালেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ রাতে শহরে ক্যাচিং ঘাটা নদীর ঘাটে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তবে উদ্ধার হওয়ার যুবকের চোখ দুটো তুলে ফেলা হয়েছে বলে সেখানকার স্থানীয়রা জানিয়েছে।

 

রোয়াংছড়ি থানা তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্র মুখর চৌধুরী জানান, খবর পেয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্তের শেষে বিস্তারিত বলা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রোয়াংছড়িতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৯:০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বান্দরবানের রোয়াংছড়িতে নিখোঁজ হওয়া অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে সাতটায় পৌরসভা ক্যাচিংঘাটা নদীর ঘাট থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

 

উদ্ধার হওয়া ব্যক্তি আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নাটিং ঝিড়ি এলাকার ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গেল রোববার রাতে ইজিবাইকটি রোয়াংছড়ি বাসস্টেশনে রেখে বাড়ি ফেরার সে নিখোঁজ হয়ে যান। পরের দিন সকাল থেকে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম বিভিন্ন এলাকায় তল্লাশি চালালেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ রাতে শহরে ক্যাচিং ঘাটা নদীর ঘাটে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তবে উদ্ধার হওয়ার যুবকের চোখ দুটো তুলে ফেলা হয়েছে বলে সেখানকার স্থানীয়রা জানিয়েছে।

 

রোয়াংছড়ি থানা তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্র মুখর চৌধুরী জানান, খবর পেয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্তের শেষে বিস্তারিত বলা যাবে।