শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা
- সর্বশেষ আপডেট ০৮:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / 199
শুভ্র মেঘভেলা আর হাওয়ায় দোল খাওয়া কাশফুল জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আসন্ন। পূজার এই প্রাক্কালে উৎসবের আমেজে ভাসতে চলেছে রাজধানীবাসী। দেশের স্বনামধন্য ফ্যাশন হাউস ‘মিরা’-র উদ্যোগে গ্রিনরোডে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদিনব্যাপী এক বর্ণাঢ্য মেলার আয়োজন।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ‘মিরা’র আঙিনায় শারদীয় মেলা’। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
ঢাকার প্রাণকেন্দ্র পান্থপথ সিগনাল থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে গ্রিনরোডের ১৬৭/এ নম্বর ভবনের (চতুর্থ তলা), কমফোর্ট হাসপাতালের পাশে অবস্থিত মিরা’র স্পেসে এ আয়োজন স্থান পাবে।
দুর্গাপূজাকে ঘিরে সাজানো এই মেলায় থাকছে নানা রকমের আয়োজন। মেলায় ধর্মীয় থিমের সঙ্গে আধুনিক ও রুচিশীল ফ্যাশনের মেলবন্ধনে থাকছে নতুন ডিজাইনের পোষাক-পরিচ্ছদ। সেখানে পাওয়া যাবে তরুণ-তরুণীদের জন্য পাঞ্জাবি, থ্রিপিস থেকে শুরু করে শিশুদের জন্য রঙবেরঙের পোশাক।
এর পাশাপাশি দেশীয় ঐতিহ্যকে ধারণ করে থাকবে হাতে তৈরি নানান ধরনের গহনা ও পাটজাত পণ্যের স্টল। মেলাকে আরও মুখরোচক করতে থাকবে রকমারি সুস্বাদু খাবারের আয়োজন।
কিন্তু শুধু কেনাকাটা আর খাবারই নয়, মেলায় থাকছে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বাউল গানের মায়াময় সুরে মেতে উঠবেন, যা পুরো উৎসবকে দিবে এক ভিন্নমাত্রা।
‘মিরা’ ফ্যাশন হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, “দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সঙ্গী করে এই মেলার মাধ্যমে আমরা সবাইকে আনন্দের একটি মঞ্চ দিতে চাই। পরিবারের সবাইকে নিয়ে আসুন, উপভোগ করুন শারদীয় উৎসবের রঙিন আবহ আর ঐতিহ্যের স্পর্শ।”
প্রসঙ্গত, ‘মিরা’ শুরু থেকেই সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি পণ্য নিয়ে ফ্যাশন অঙ্গনে সাড়া ফেলেছে। পরিবেশবান্ধব উপকরণ ও বৈচিত্র্যময় ডিজাইনের সংগ্রহ নিয়ে এগিয়ে চলেছে ফ্যাশনসচেতন মানুষের কাছে।
শারদীয় উৎসবের আনন্দে ভাসা, ঐতিহ্যের ধারায় সুর মেলানো এবং ফ্যাশনের নতুন রঙে নিজেকে সাজানোর জন্য ‘মিরা’র আঙিনায় শারদীয় মেলা সকলের জন্য উন্মুক্ত।





































