ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটা
  • সর্বশেষ আপডেট ০৮:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 103

পটুয়াখালীর মাছ ধরার ট্রলার

পটুয়াখালীর মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করা একটি মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন জেলে অগ্নিদগ্ধ হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহিপুর মৎস্য বন্দর সংলগ্ন আলমগীর মৃধার তেলের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধদের মধ্যে জহির হোসেন (৫৫) গুরুতর আহত হয়েছেন। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর দুই জেলে শহিদুল ইসলাম (৩০) ও সাইফুল ইসলাম (৩০) স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী জেলে জাকির হোসেন বাংলা অ্যাফেয়ার্সকে জানান, “আমরা ট্রলারের অপর পাশে কাজ করতে ছিলাম। বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে না আনলে পুরো ট্রলার পুড়ে যেত।”

আরেক জেলে রাসেল বলেন, “বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে যাই। তখন জহির ভাইয়ের শরীরের বড় অংশ আগুনে দগ্ধ হয়ে গেছে। পরে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।”

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নামবিহীন ফারুক মাঝির ট্রলারটিতে রান্নার সময় এ বিস্ফোরণ ঘটে। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে দগ্ধ

সর্বশেষ আপডেট ০৮:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালীর মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করা একটি মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন জেলে অগ্নিদগ্ধ হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহিপুর মৎস্য বন্দর সংলগ্ন আলমগীর মৃধার তেলের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধদের মধ্যে জহির হোসেন (৫৫) গুরুতর আহত হয়েছেন। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর দুই জেলে শহিদুল ইসলাম (৩০) ও সাইফুল ইসলাম (৩০) স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী জেলে জাকির হোসেন বাংলা অ্যাফেয়ার্সকে জানান, “আমরা ট্রলারের অপর পাশে কাজ করতে ছিলাম। বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে না আনলে পুরো ট্রলার পুড়ে যেত।”

আরেক জেলে রাসেল বলেন, “বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে যাই। তখন জহির ভাইয়ের শরীরের বড় অংশ আগুনে দগ্ধ হয়ে গেছে। পরে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।”

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নামবিহীন ফারুক মাঝির ট্রলারটিতে রান্নার সময় এ বিস্ফোরণ ঘটে। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।