ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডিবির সাবেক ডিআইজি নাহিদুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 80

ডিবির সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম। (ফাইল ফটো)

বাধ্যতামূলক অবসরে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

 

ডিবি প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। পরবর্তীতে নাহিদুল ইসলামকে তদন্ত–সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতার এ কে এম নাহিদুল ইসলাম মেহেরপুরের সাবেক পুলিশ সুপার ছিলেন। তার বিরুদ্ধে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

এর আগে গত ২৮ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে নাহিদুল ইসলামকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বিধি অনুযায়ী তিনি অবসর সুবিধা পাবেন।

 

নাহিদুল ইসলাম ২০২৩ সালের ১১ জুলাই ডিআইজি পদে পদোন্নতি পান এবং সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। পদোন্নতির পরও তাকে সিআইডিতে রাখা হয়। তবে চলতি বছরের ১ সেপ্টেম্বর তাকে সিআইডি থেকে সরিয়ে পুলিশ টেলিকমে সংযুক্ত করা হয়। এর আগে তিনি খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিবির সাবেক ডিআইজি নাহিদুল গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৩:১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বাধ্যতামূলক অবসরে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

 

ডিবি প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। পরবর্তীতে নাহিদুল ইসলামকে তদন্ত–সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতার এ কে এম নাহিদুল ইসলাম মেহেরপুরের সাবেক পুলিশ সুপার ছিলেন। তার বিরুদ্ধে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

এর আগে গত ২৮ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে নাহিদুল ইসলামকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বিধি অনুযায়ী তিনি অবসর সুবিধা পাবেন।

 

নাহিদুল ইসলাম ২০২৩ সালের ১১ জুলাই ডিআইজি পদে পদোন্নতি পান এবং সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। পদোন্নতির পরও তাকে সিআইডিতে রাখা হয়। তবে চলতি বছরের ১ সেপ্টেম্বর তাকে সিআইডি থেকে সরিয়ে পুলিশ টেলিকমে সংযুক্ত করা হয়। এর আগে তিনি খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।