ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৩:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 181

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন ঘটনাস্থলেই। শুক্রবার সকালে উপজেলার ঠাকুর দীঘি বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা গোলাম সরোয়ার মিন্টু (৪২) ও তার তিন বছর বয়সী মেয়ে মুসকান।

হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক বোরহান উদ্দিন জানান, গোলাম সরোয়ার তার পরিবারকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী প্রাইভেট কারটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানের পেছনে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা বাবা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী, ছেলে, গাড়িচালকসহ চারজন। ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ আপডেট ০৩:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন ঘটনাস্থলেই। শুক্রবার সকালে উপজেলার ঠাকুর দীঘি বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা গোলাম সরোয়ার মিন্টু (৪২) ও তার তিন বছর বয়সী মেয়ে মুসকান।

হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক বোরহান উদ্দিন জানান, গোলাম সরোয়ার তার পরিবারকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী প্রাইভেট কারটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানের পেছনে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা বাবা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী, ছেলে, গাড়িচালকসহ চারজন। ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।