কানাডায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন প্রবাসীরাও: সিইসি
- সর্বশেষ আপডেট ০৩:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / 101
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রধারী প্রবাসী বাংলাদেশিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ জন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে।
কানাডার টরন্টোয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রবাসীদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিইসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মো. ফারুক হোসেন। এতে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। উপস্থিত ছিলেন কানাডায় বসবাসরত ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধি।
প্রধান অতিথির বক্তব্যে সিইসি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতি তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীদের ভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র সেবা, ভোটার নিবন্ধন এবং ভোটাধিকার সংক্রান্ত নানা প্রশ্ন উত্থাপন করেন। সিইসি এসব বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন এবং প্রবাসীদের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
































