নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ফুটবল দল
- সর্বশেষ আপডেট ১১:৩৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 165
নেপালে জেন-জির গণ-অভ্যুত্থান ও লাগাতার সহিংসতার কারণে টানা দুই দিন হোটেলে অবরুদ্ধ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকারের সম্মিলিত উদ্যোগে নিরাপদে দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা ও তার সতীর্থরা।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ দল। বিশেষ এক ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা হবেন। একই বিমানে ফিরবেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।
নেপালে গত ৮ সেপ্টেম্বর থেকে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে আন্দোলন শুরু হয়। তরুণ প্রজন্মের অংশগ্রহণে এই বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নেয়। একপর্যায়ে গত ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় আগুন দেওয়া ও লাগাতার বিক্ষোভের মুখে সরকার কারফিউ জারি করে।
নিরাপত্তা সংকটের কারণে ৯ সেপ্টেম্বর দুপুর থেকে গতকাল পর্যন্ত ত্রিভুবন বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এতে বাংলাদেশ দলের ফেরার পরিকল্পনা ভেস্তে যায়। হোটেলের বাইরে অগ্নিসংযোগ ও বিক্ষোভ চলতে থাকায় ফুটবলাররা বাধ্য হয়ে দুই দিন বন্দী অবস্থায় ছিলেন।
দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও আন্দোলন তীব্র আকার ধারণ করায় দ্বিতীয় ম্যাচের অনুশীলন বাতিল করা হয়। পরে নিরাপত্তাজনিত কারণে ম্যাচও স্থগিত করে কর্তৃপক্ষ।
হোটেলে আটকে থাকলেও অনিশ্চয়তার মাঝেই নিজেদের ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছেন জামাল ভূঁইয়ারা ও সতীর্থরা। বুধবারও তারা টিম হোটেলে ঘাম ঝরিয়ে অনুশীলন করেছেন।
জটিল পরিস্থিতি থেকে দলকে দ্রুত ফিরিয়ে আনতে বাফুফে এবং বাংলাদেশ সরকার সমন্বিত উদ্যোগ নেয়। কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস সরাসরি যোগাযোগ রক্ষা করে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করে। অবশেষে বিশেষ ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা হয়। বাংলাদেশ দল আজ দুপুরেই ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।




































