ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 106

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। (ফাইল ফটো)

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি জাতীয় নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, চুরি-ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচনকে এক করা ঠিক নয়। ডাকসুতে প্রিজাইডিং ও পোলিং অফিসার সবাই উচ্চশিক্ষিত, জাতীয় পর্যায়ে পরিস্থিতি ভিন্ন। তবে বহু বছর পর ডাকসু নির্বাচন হওয়ায় এটিকে একটি ‘মডেল’ হিসেবে দেখা যেতে পারে।

জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়ে আমরা আলোচনা করেছি। গাইডলাইন অনুযায়ী পুলিশসহ অন্যান্য বাহিনী ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৬:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি জাতীয় নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, চুরি-ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচনকে এক করা ঠিক নয়। ডাকসুতে প্রিজাইডিং ও পোলিং অফিসার সবাই উচ্চশিক্ষিত, জাতীয় পর্যায়ে পরিস্থিতি ভিন্ন। তবে বহু বছর পর ডাকসু নির্বাচন হওয়ায় এটিকে একটি ‘মডেল’ হিসেবে দেখা যেতে পারে।

জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়ে আমরা আলোচনা করেছি। গাইডলাইন অনুযায়ী পুলিশসহ অন্যান্য বাহিনী ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু করেছে।