ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 173

ছবি: সংগৃহীত

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি নতুন গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব এসেছিল। তবে সেটি বাতিল করা হয়েছে। পরিবর্তে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য প্রায় ৩০০টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ি এক কোটি ৬৯ লাখ টাকায় কেনার প্রস্তাব দেয়। মোট ব্যয় ধরা হয়েছিল ১০১ কোটি ৬১ লাখ টাকা। প্রস্তাবটি গত ২৪ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে অনুমোদনও পায়।

এ বিষয়ে গত ৪ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত প্রস্তাবটি বাতিল করার ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল

সর্বশেষ আপডেট ০৬:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি নতুন গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব এসেছিল। তবে সেটি বাতিল করা হয়েছে। পরিবর্তে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য প্রায় ৩০০টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ি এক কোটি ৬৯ লাখ টাকায় কেনার প্রস্তাব দেয়। মোট ব্যয় ধরা হয়েছিল ১০১ কোটি ৬১ লাখ টাকা। প্রস্তাবটি গত ২৪ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে অনুমোদনও পায়।

এ বিষয়ে গত ৪ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত প্রস্তাবটি বাতিল করার ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা।