ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারী আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৪:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 89

নিহত আইনজীবী দবোরা খানম সারিকা

কুষ্টিয়ায় শ্যামলী এন আর পরিবহনের বাস ও অটোরিকশার সংঘর্ষে দবোরা খানম সারিকা (৩০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া শহরের উপজেলার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত দবোরা খানম সারিক শহরের আমলাপাড়া এলাকার রিয়াদুস সালেহীন মুনের স্ত্রী এবং কুষ্টিয়া কোর্টের আইনজীবী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দবোরা খানম সারিকা মারা যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমান বলেন, সড়ক দূর্ঘটনায় আহত তিন জনকে সকালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন নারী চিকিৎসাধীন অবস্থায় মার গেছেন। অপর দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা বর্তমানে আশঙ্কামুক্ত।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, দূর্ঘটনায় নারী আইনজীবীসহ তিনজন আহত হয়েছিলেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আইনজীবী সারিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারী আইনজীবীর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

কুষ্টিয়ায় শ্যামলী এন আর পরিবহনের বাস ও অটোরিকশার সংঘর্ষে দবোরা খানম সারিকা (৩০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া শহরের উপজেলার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত দবোরা খানম সারিক শহরের আমলাপাড়া এলাকার রিয়াদুস সালেহীন মুনের স্ত্রী এবং কুষ্টিয়া কোর্টের আইনজীবী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দবোরা খানম সারিকা মারা যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমান বলেন, সড়ক দূর্ঘটনায় আহত তিন জনকে সকালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন নারী চিকিৎসাধীন অবস্থায় মার গেছেন। অপর দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা বর্তমানে আশঙ্কামুক্ত।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, দূর্ঘটনায় নারী আইনজীবীসহ তিনজন আহত হয়েছিলেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আইনজীবী সারিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।