কিশোরগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত দুই
- সর্বশেষ আপডেট ০৪:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 126
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শরীফ মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন ।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর (সার্কেল) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শরীফ গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। আহতরা হলেন নিহত শরীফের বড় ভাই মাসুদ মিয়া (৪০)। তিনি গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি ও শরীফের ভাগ্নে উজ্জ্বল মিয়া (৩৫)।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর গোবিন্দপুর এলাকার মাসুদ মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর কাজ করেন। একই এলাকার মজিবুর রহমান তার শ্যালককে বিদেশে পাঠানোর পাশাপাশি বিমানের টিকিটের জন্য মাসুদ মিয়াকে ৬০ হাজার টাকা দেন। কিন্তু বিদেশে পাঠাতে বিলম্ব হওয়ায় সোমবার সন্ধ্যায় মাসুদের দোকানে যান। সেখানে মাসুদকে না পেলেও মাসুদ মিয়ার ভাই শরীফ মিয়াকে পেয়ে যান। পরে তাদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে শরীফ মিয়ার পেটে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে নিহত হন শরীফ মিয়া।
খবর পেয়ে মাসুদ মিয়া ঘটনাস্থলে গেলে মাসুদ মিয়াকেও ছুরিকাঘাত করেন মজিবুর। মাসুদ মিয়ার ভাগ্নে উজ্জ্বল মিয়া এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান মজিবুর।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ডাক্তাররা।
এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ভোরে মজিবুর রহমানের বাড়ি যান শতাধিক ব্যক্তি। পরে সেখানে লুটপাট করে কয়েকটি ঘরে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভায় ফায়ার সার্ভিস।
অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, বিদেশ যাওয়ার টাকা পয়সার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে শরীফকে হত্যা করে মজিবুর। শরিফের বড় ভাই ও ভাগ্নেকেও ছুরিকাঘাত করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
































