রক্তক্ষয়ী আন্দোলনে নেপালের সব ফ্লাইট বাতিল
বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট স্থগিত, হোটেলে অবস্থান
- সর্বশেষ আপডেট ০৩:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 122
ছাত্র-জনতার গণআন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে নেপালে। এ প্রেক্ষাপটে দেশটি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) সমস্ত ফ্লাইট বাতিল করেছে দেশটির সরকার। ফলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি গিয়েও বাংলাদেশে ফিরে এসেছে বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটটি। আর এতে নেপালে আটকা পড়েছে বাংলাদেশ ফুটবল দল।
জানা যায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালের বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করায় কাঠমান্ডুগামী বিজি ৩৭১ ফ্লাইটটি দেশে ফিরে আসছে। ১১৪ জন যাত্রী নিয়ে ফ্লাইটি নেপালে যাচ্ছিলো বিমানের ফ্লাইটটি।
এছাড়া কাঠমান্ডু থেকে বিমানের বিজি ৩৭২ ফ্লাইটটি ৯৬জন যাত্রী নিয়ে বিকালে বাংলাদেশের উদ্দেশে ফেরার কথা ছিলো। একই বিমানে আসার কথা ছিলো নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলেরও।
ফ্লাইট বাতিল হওয়ার, উভয় যাত্রীদের বিমানের ব্যবস্হায় হোটেলে রাখার প্রস্তুতি নিচ্ছে বিমান কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বাংলা অ্যাফেয়ার্সকে জানান, নেপালের বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করায় কাঠমান্ডুগামী বিজি ৩৭১ ফ্লাইটটি দেশে ফিরে এসেছে। সব যাত্রীকে হোটেলে রাখা হবে। তবে বাংলাদেশের যাত্রীরা হোটেলে থাকতে না চাইলে নিজেদের মতো ব্যবস্থা করতে পারবে।
এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। কাঠমান্ডু পোষ্টের তথ্য অনুযায়ি, বিমানবন্দরটির মহাব্যবস্থাপক হংসরাজ পান্ডে জানান, দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কোটেশ্বর এলাকার কাছাকাছি ঘন ধোঁয়া দেখা যাওয়ার পর আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। তবে বিমানবন্দর বন্ধ হয়নি। আমরা এটিকে বন্ধ করবও না।
নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডুর খবরে বলা হয়, বুদ্ধ এয়ারসহ অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলো নিরাপত্তাজনিত কারণে সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। চলাচলে সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না, যার ফলে বিমানগুলো উড়তে পারছে না।
শুধু বিমানই নয়, নেপালের উদ্ভূত পরিস্থিতির কারণে কাঠমান্ডুগামী হিমালয়া এয়ারলাইন্সের ফ্লাইটও বাতিল করা হয়েছে।































