ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারে পাচারকালে দুই কিশোর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ (কক্সবাজার)
  • সর্বশেষ আপডেট ০১:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 63

মিয়ানমারে পাচারকালে দুই কিশোর উদ্ধার।

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় দুই বাংলাদেশি কিশোরকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ রাসেদ (১৮) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া কিশোররা হলো- কক্সবাজার লাল দিঘির পাড় এলাকার মোঃ মাহিম (১৫), মোঃ সোহেল (১৬)।

 

বিজিবি অধিনায়ক জানিয়েছেন, চাকুরীর প্রলোভন দেখিয়ে মিয়ানমারে মানব পাচারে একটি চক্র দুই কিশোরকে সীমান্ত দিয়ে পাঠানোর পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান শুরু করে এবং কেরানতলী এলাকায় অভিযান চালিয়ে কিশোরদের উদ্ধার করা হয়।

 

অভিযানে আটক রোহিঙ্গা পাচারকারী মোঃ রাসেদকে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমারের অভ্যন্তরে অবস্থানরত পাচারকারী চক্রের সদস্য আমিন ও তার সহযোগীরা বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে মিয়ানমার ও পরবর্তীতে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

 

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত কিশোর ও আটক পাচারকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এছাড়া, চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিয়ানমারে পাচারকালে দুই কিশোর উদ্ধার

সর্বশেষ আপডেট ০১:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় দুই বাংলাদেশি কিশোরকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ রাসেদ (১৮) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া কিশোররা হলো- কক্সবাজার লাল দিঘির পাড় এলাকার মোঃ মাহিম (১৫), মোঃ সোহেল (১৬)।

 

বিজিবি অধিনায়ক জানিয়েছেন, চাকুরীর প্রলোভন দেখিয়ে মিয়ানমারে মানব পাচারে একটি চক্র দুই কিশোরকে সীমান্ত দিয়ে পাঠানোর পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান শুরু করে এবং কেরানতলী এলাকায় অভিযান চালিয়ে কিশোরদের উদ্ধার করা হয়।

 

অভিযানে আটক রোহিঙ্গা পাচারকারী মোঃ রাসেদকে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমারের অভ্যন্তরে অবস্থানরত পাচারকারী চক্রের সদস্য আমিন ও তার সহযোগীরা বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে মিয়ানমার ও পরবর্তীতে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

 

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত কিশোর ও আটক পাচারকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এছাড়া, চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।