ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে চলছে হরতাল

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট
  • সর্বশেষ আপডেট ১০:১৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 164

হরতালের প্রভাবে বাগেরহাটের রাস্তায় যান চলাচল কমে গেছে। ছবি: সংগৃহীত

সংসদীয় আসন ও সীমানা পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল থেকে হরতাল কর্মসূচী চলছে। এর ফলে যান চলাচল সীমিত হয়ে পড়েছে; ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ ছাড়া দোকান-পাটও বন্ধ রয়েছে।

 

এর আগে, রোববার (৭ সেপ্টেম্বর) জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে ছিল জেলা বিভিন্ন অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজারে লিফলেট বিতরণ। সোমবার সকাল-সন্ধ্যা হরতাল, মঙ্গলবার সব উপজেলায় বিক্ষোভ মিছিল এবং বুধবার ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের মাধ্যমে আন্দোলন চলবে বলে জানানো হয়েছে।

 

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম, জেলা জামায়েতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, জাকির হোসেন উপস্থিত ছিলেন।

 

গত জুলাই মাসে ভোটার সংখ্যা কম থাকায় নির্বাচন কমিশন রামপাল-মোংলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পর বাগেরহাটের রাজনৈতিক দল ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়।

 

২৫ আগস্ট নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে বিষয়টি নিয়ে শুনানি হলেও কোনো পরিবর্তন হয়নি। অবশেষে ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে বাগেরহাটে আসন সংখ্যা ৪ থেকে ৩ করা হয়েছে। নতুন সংসদীয় আসন বিন্যাস: বাগেরহাট-১: সদর, চিতলমারী, মোল্লাহাট। বাগেরহাট-২: ফকিরহাট, রামপাল, মোংলা।বাগেরহাট-৩: কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাগেরহাটে চলছে হরতাল

সর্বশেষ আপডেট ১০:১৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

সংসদীয় আসন ও সীমানা পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল থেকে হরতাল কর্মসূচী চলছে। এর ফলে যান চলাচল সীমিত হয়ে পড়েছে; ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ ছাড়া দোকান-পাটও বন্ধ রয়েছে।

 

এর আগে, রোববার (৭ সেপ্টেম্বর) জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে ছিল জেলা বিভিন্ন অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজারে লিফলেট বিতরণ। সোমবার সকাল-সন্ধ্যা হরতাল, মঙ্গলবার সব উপজেলায় বিক্ষোভ মিছিল এবং বুধবার ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের মাধ্যমে আন্দোলন চলবে বলে জানানো হয়েছে।

 

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম, জেলা জামায়েতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, জাকির হোসেন উপস্থিত ছিলেন।

 

গত জুলাই মাসে ভোটার সংখ্যা কম থাকায় নির্বাচন কমিশন রামপাল-মোংলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পর বাগেরহাটের রাজনৈতিক দল ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়।

 

২৫ আগস্ট নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে বিষয়টি নিয়ে শুনানি হলেও কোনো পরিবর্তন হয়নি। অবশেষে ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে বাগেরহাটে আসন সংখ্যা ৪ থেকে ৩ করা হয়েছে। নতুন সংসদীয় আসন বিন্যাস: বাগেরহাট-১: সদর, চিতলমারী, মোল্লাহাট। বাগেরহাট-২: ফকিরহাট, রামপাল, মোংলা।বাগেরহাট-৩: কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা