বিশ্বরেকর্ডের দোরগোড়ায় রোনালদো
- সর্বশেষ আপডেট ০৯:৫৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / 126
বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে ফিরেছে পর্তুগাল। আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়েছেন দলের প্রধান ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো। এ ম্যাচে জোড়া গোল করে শুধু দলের জয় নিশ্চিত করেননি, ব্যক্তিগতভাবেও ছুঁয়েছেন নতুন উচ্চতা।
আর্মেনিয়ার বিপক্ষে রোনালদোর দুই গোলের সুবাদে তার বিশ্বকাপ বাছাইয়ে মোট গোলসংখ্যা দাঁড়াল ৩৮টিতে। এতে তিনি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।
বর্তমানে এ তালিকার শীর্ষে আছেন গুয়েতেমালার কিংবদন্তি স্ট্রাইকার কার্লোস রুইজ, যার গোলসংখ্যা ৩৯টি। অর্থাৎ আর একটি গোল করলেই রুইজের রেকর্ডে ভাগ বসাবেন রোনালদো, আর দুটি গোল করলেই এককভাবে বিশ্বরেকর্ডের মালিক হয়ে যাবেন তিনি।
শুধু তাই নয়, আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে আজীবনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও ছাড়িয়ে গেছেন রোনালদো। ম্যাচের আগে দুজনের গোলসংখ্যা ছিল সমান—৩৬টি করে। কিন্তু এখন রোনালদোর গোল দাঁড়িয়েছে ৩৮টিতে, আর মেসি রয়েছেন ৩৬টিতেই।
এ প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিন ধরেই ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে। নতুন এ অর্জনে আবারও প্রমাণ হলো, বয়স বাড়লেও এখনও গোলের ক্ষুধা অটুট রয়েছে এই পর্তুগিজ মহাতারকার।
আন্তর্জাতিক ফুটবলে রোনালদো’র সর্বমোট গোলসংখ্যা এখন ১৪০টি, যা ইতিহাসে সর্বাধিক। তার বিপরীতে মেসির আন্তর্জাতিক গোল ১১৪টি। এ ব্যবধান স্পষ্টভাবেই রোনালদোর আধিপত্যের প্রতিফলন ঘটায়।
পর্তুগালের এ জয় দলকে যেমন বাছাইপর্বে শীর্ষে রাখল, তেমনি রোনালদোর ব্যক্তিগত অর্জন ফুটবল ইতিহাসে নতুন মাত্রা যোগ করল। সামনে আরও কয়েকটি ম্যাচ হাতে থাকায় রোনালদোর পক্ষে এই বিশ্বরেকর্ড ভাঙা সময়ের ব্যাপার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
































