ওয়ারীতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক
- সর্বশেষ আপডেট ০৫:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 78
রাজধানীর ওয়ারীতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। এসময় মোহাম্মাদ মিছবাহ (২৬) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ওয়ারীর কাপ্তানবাজার এলাকায় অভিযান চালায় ডিএমপির গুলশান বিভাগ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি গুলশান বিভাগের একটি টিম ওয়ারি থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি মিছবাহকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবি জানায়, গ্রেফতারকৃত মিছবাহ একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
































