ঠাকুরগাঁওয়ে ওসি-এসআইয়ের অর্থ আত্মসাতের অডিও ফাঁস
- সর্বশেষ আপডেট ০৮:১৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 89
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ১ সেপ্টেম্বর রাতে পাঁচজনকে নকল সোনার পুতুল ও রুপার মুদ্রা দেখিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় নতুন মোড় এসেছে। গ্রেপ্তারের তিন দিন পর পুলিশের একটি ১৩ মিনিট ৪২ সেকেন্ডের অডিও কল ফাঁস হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। কল রেকর্ডে উঠে এসেছে, গ্রেপ্তারকৃতরা প্রকৃতপক্ষে প্রতারক নয়, বরং প্রতারণার শিকার ছিলেন।
অডিওতে রাণীশংকৈল থানার এসআই শহিদুল ইসলাম ও তথ্যদাতা আকাশের কথোপকথন শোনা যায়।
আকাশ জানান, তিনি জানতেন গ্রেপ্তারকৃতরা প্রতারক নয়, বরং ক্রেতা ছিলেন। তার সঙ্গে একটি আর্থিক চুক্তি হয়েছিল, কিন্তু তা পুলিশ মেনে নি।
এসআই শহিদুল ইসলাম স্বীকার করেন, আসলেই তারা নির্দোষ ছিলেন, বড় কর্মকর্তা মামলা না দিতে বলেছিলেন, তবে ওসি আরশেদুল হক সিদ্ধান্ত নিয়েছিলেন মামলা দেওয়ার। তিনি আরও বলেন, টাকা ফেরত দেওয়া হয়েছে।
আকাশ পাল্টা জবাব দেন, গ্রেপ্তারকৃতরা কারাগারে থাকলেও কেউ টাকা ফেরত পাননি। এছাড়া কল রেকর্ডে পুলিশের কর্মকর্তাদের মধ্যে আর্থিক লেনদেন ও ভাগাভাগির কথাবার্তাও উঠে এসেছে।
এই অডিও ফাঁসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়েছে। অনেকেই মন্তব্য করেছেন যে, প্রশাসনের মধ্যে এখনও দুর্নীতিবাজরা সক্রিয় রয়েছেন এবং সাধারণ মানুষকে ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। স্থানীয়রা দাবি করেছেন, ওসি আরশেদুল হক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহার করে শাস্তির আওতায় আনা উচিত।
রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, সাংবাদিকদের নাম অডিওতে টেনে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, সংবাদিকরা ঘটনার সময় ছবি তুললেও টাকার প্রসঙ্গ আসেনি। তিনি জানিয়েছেন, সাংবাদিকরা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কখনো আপস করবে না।
রাণীশংকৈল সার্কেল এএসপি শ্নেহাষীশ কুমার দাস জানিয়েছেন, তারা ঘটনার বিষয়ে অবগত এবং তদন্ত চলছে। ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, তদন্তে প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃতরা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং তখন ওসি আরশেদুল হক দাবি করেছিলেন, তারা প্রতারণার সঙ্গে জড়িত। তবে অডিও ফাঁসের পর পুরো ঘটনার চিত্র পাল্টে গেছে এবং প্রশাসনের দায়িত্বশীলতার বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।
































