ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, ফেনী
  • সর্বশেষ আপডেট ০৬:১৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 125

ফেনীতে জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

ফেনীর সোনাগাজীতে জমি জবর-দখলের চেষ্টা প্রতিরোধ করায় আবুল বশর (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরগণেশ গ্রামে মিল্কভিটার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও আহত বৃদ্ধ জানায়, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল বশরের মালিকানায় থাকা এক শতক জমি জবর-দখলের চেষ্টা চালায় পৌর এলাকার আবুল কাশেম ও তার ছেলে। এর আগে আদালতে মামলা হয়, দীর্ঘ শুনানির পর আদালত আবুল বশরের পক্ষে রায় দেয়। স্থানীয় সালিশ বৈঠকেও তার পক্ষে সিদ্ধান্ত আসে।

তবে আদালত ও সালিশের রায় উপেক্ষা করে আবুল কাশেম ও ৭-৮ জন ভাড়াটে সন্ত্রাসী আবারও ওই জমি দখলের চেষ্টা চালায়। এ সময় আবুল বশর ঘটনাস্থলে গেলে তাকে তারা মারাত্মকভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত ব্যক্তি বাদী হয়ে ৫ জনের নামে এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফেনীতে জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

সর্বশেষ আপডেট ০৬:১৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

ফেনীর সোনাগাজীতে জমি জবর-দখলের চেষ্টা প্রতিরোধ করায় আবুল বশর (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরগণেশ গ্রামে মিল্কভিটার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও আহত বৃদ্ধ জানায়, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল বশরের মালিকানায় থাকা এক শতক জমি জবর-দখলের চেষ্টা চালায় পৌর এলাকার আবুল কাশেম ও তার ছেলে। এর আগে আদালতে মামলা হয়, দীর্ঘ শুনানির পর আদালত আবুল বশরের পক্ষে রায় দেয়। স্থানীয় সালিশ বৈঠকেও তার পক্ষে সিদ্ধান্ত আসে।

তবে আদালত ও সালিশের রায় উপেক্ষা করে আবুল কাশেম ও ৭-৮ জন ভাড়াটে সন্ত্রাসী আবারও ওই জমি দখলের চেষ্টা চালায়। এ সময় আবুল বশর ঘটনাস্থলে গেলে তাকে তারা মারাত্মকভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত ব্যক্তি বাদী হয়ে ৫ জনের নামে এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।