রাখাইনে মানবিক করিডর প্রস্তাব করিনি : টম অ্যান্ড্রুজ
- সর্বশেষ আপডেট ০৬:১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 103
মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রুজ বলেছেন, রাখাইনে মানবিক সহায়তার জন্য কোনো করিডর প্রস্তাব করেননি তিনি। তার ভাষায়, এ বিষয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সংকট এখন প্রায় গুরুত্ব হারিয়েছে, যা উদ্বেগজনক।
কক্সবাজারে আয়োজিত অংশীজন সংলাপে অংশ নিয়ে এবং পরে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টম অ্যান্ড্রুজ বলেন, রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে। বাংলাদেশে প্রায় আট বছর ধরে লাখ লাখ রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে, কিন্তু প্রত্যাবাসন প্রক্রিয়া এখনো শুরু করা সম্ভব হয়নি।
তিনি মনে করেন, সমস্যা সমাধানের জন্য বিশ্বকে আগে রোহিঙ্গা সংকটকে স্বীকার করতে হবে। তার মতে, “আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না, যদি সেটিকে স্বীকার না করেন।” তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই অদৃশ্য হয়ে যাচ্ছে। যদিও বিশ্বের বিভিন্ন জায়গায় নতুন নতুন সংকট দেখা দিচ্ছে, তারপরও রোহিঙ্গা সমস্যা ভুলে গেলে চলবে না।
রোহিঙ্গাদের কথা শোনা এবং তারা কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছে তা জানার ওপর জোর দেন তিনি। পাশাপাশি তিনি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার করতে হবে, দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে হবে এবং সহিংসতা ও পরিকল্পিত হত্যাযজ্ঞ বন্ধ করা জরুরি।
টম অ্যান্ড্রুজ স্পষ্ট করেন, তিনি কখনো মানবিক করিডরের প্রস্তাব দেননি। কারণ, করিডোর একটি সুনির্দিষ্ট আইনগত বিষয়। এ বিষয়ে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তাদের নাগরিকত্বসহ মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। সফল প্রত্যাবাসনের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দক্ষতা উন্নয়নের ওপর জোর দেওয়ারও পরামর্শ দেন জাতিসংঘের এ বিশেষ র্যাপোর্টিয়ার।
































