শিরোনাম
বিমানে উঠতে পারলেন না কাদের সিদ্দিকীর ছোট ভাই
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 240
সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে (আজাদ সিদ্দিকী) বিমান বন্দরে আটকে দেওয়া হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
আজাদ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতি উপজেলা চেয়ারম্যান। আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে তিনি বিজয়ী হয়েছিলেন।
এর আগে গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে তার বড় ভাই সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে আটক করা হয়। তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।
জানা গেছে, এসএম সিদ্দিকী স্ত্রীকে নিয়ে ব্যাংকক যাচ্ছিলেন। এজন্য সকাল ১০টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশনে পৌঁছালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। পরে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকার কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠায়।
































