শিরোনাম
খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
- সর্বশেষ আপডেট ১০:১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 73
খুলনার রূপসায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুর্বৃত্তরা কাছ থেকে ইমরান হোসেন মানিকের মাথায় একাধিক গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নিহত মানিক রূপসার বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
































