ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাত-পায়ে ব্যান্ডেজ বেঁধেই হাসপাতালে বিয়ে

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১০:০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 83

হাত-পায়ে ব্যান্ডেজ বেঁধেই হাসপাতালে বিয়ে

হাত-পায়ে ব্যান্ডেজ নিয়েই মানিকগঞ্জে হাসপাতালের ভেতর বিয়ে সম্পন্ন করেছেন এক নবদম্পতি। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বর আনন্দ সাহা। এখনও পুরোপুরি সুস্থ না হলেও নির্ধারিত লগ্ন মিস না করতে দুই পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় বিয়ের আয়োজন করা হয়।

ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাসপাতালের একটি খালি অংশে এই বিশেষ বিয়ের আয়োজন হয়।

জানা গেছে, আনন্দ সাহার বাড়ি মানিকগঞ্জ শহরের বাজার রোড এলাকায় এবং কনে অমৃতা সরকারের বাড়ি ঘিওরের বানিয়াজুরী গ্রামে। হাত-পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই ধর্মীয় নিয়ম মেনে সম্পন্ন হয় তাদের বিয়ে।

বরের স্বজনরা জানান, শুভ তিথি ও নক্ষত্র অনুযায়ী বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। চিকিৎসকদের পরামর্শে এবং শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতালের ভেতরেই আয়োজনটি সম্পন্ন হয়।

এই ব্যতিক্রমী আয়োজনে বর-কনে দুজনেই খুশি। অনুষ্ঠানের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আনন্দ সাহা বলেন, দুর্ঘটনার কারণে হাসপাতালে থাকলেও অনেকটা সুস্থ আছি। নির্ধারিত দিনে বিয়ে সম্পন্ন করতে পেরে স্বস্তি পেয়েছি। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।

কনে অমৃতা সরকার বলেন, পরিবার থেকেই এই আয়োজন করা হয়েছে। তার কাছে এটি ভিন্নরকম অভিজ্ঞতা। তিনি স্বামীর সুস্থতা ও দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চান।

হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আনন্দ সাহার এক হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। নির্ধারিত দিনেই তার বিয়ের কথা ছিল। পরিবারের অনুরোধে এবং কনসালটেন্টদের সঙ্গে আলোচনা করে অব্যবহৃত অংশে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়। তিনি বলেন, রোগীদের সেবায় হাসপাতাল সবসময় আন্তরিক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাত-পায়ে ব্যান্ডেজ বেঁধেই হাসপাতালে বিয়ে

সর্বশেষ আপডেট ১০:০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

হাত-পায়ে ব্যান্ডেজ নিয়েই মানিকগঞ্জে হাসপাতালের ভেতর বিয়ে সম্পন্ন করেছেন এক নবদম্পতি। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বর আনন্দ সাহা। এখনও পুরোপুরি সুস্থ না হলেও নির্ধারিত লগ্ন মিস না করতে দুই পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় বিয়ের আয়োজন করা হয়।

ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাসপাতালের একটি খালি অংশে এই বিশেষ বিয়ের আয়োজন হয়।

জানা গেছে, আনন্দ সাহার বাড়ি মানিকগঞ্জ শহরের বাজার রোড এলাকায় এবং কনে অমৃতা সরকারের বাড়ি ঘিওরের বানিয়াজুরী গ্রামে। হাত-পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই ধর্মীয় নিয়ম মেনে সম্পন্ন হয় তাদের বিয়ে।

বরের স্বজনরা জানান, শুভ তিথি ও নক্ষত্র অনুযায়ী বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। চিকিৎসকদের পরামর্শে এবং শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতালের ভেতরেই আয়োজনটি সম্পন্ন হয়।

এই ব্যতিক্রমী আয়োজনে বর-কনে দুজনেই খুশি। অনুষ্ঠানের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আনন্দ সাহা বলেন, দুর্ঘটনার কারণে হাসপাতালে থাকলেও অনেকটা সুস্থ আছি। নির্ধারিত দিনে বিয়ে সম্পন্ন করতে পেরে স্বস্তি পেয়েছি। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।

কনে অমৃতা সরকার বলেন, পরিবার থেকেই এই আয়োজন করা হয়েছে। তার কাছে এটি ভিন্নরকম অভিজ্ঞতা। তিনি স্বামীর সুস্থতা ও দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চান।

হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আনন্দ সাহার এক হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। নির্ধারিত দিনেই তার বিয়ের কথা ছিল। পরিবারের অনুরোধে এবং কনসালটেন্টদের সঙ্গে আলোচনা করে অব্যবহৃত অংশে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়। তিনি বলেন, রোগীদের সেবায় হাসপাতাল সবসময় আন্তরিক।