জাতীয় নির্বাচনি এলাকার চূড়ান্ত তালিকা প্রকাশ
- সর্বশেষ আপডেট ০৮:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 98
৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১-এর ধারা ৬ এবং ধারা ৮ অনুযায়ী জাতীয় সংসদের পুনঃনির্ধারিত নির্বাচনি এলাকাসমূহের প্রাথমিক তালিকা প্রজ্ঞাপন নম্বর-১৭.০০.০০০০.০২৫.২২.০৯০,২৪-৩৪১, তারিখ ৩০ জুলাই ২০২৫/১৫ শ্রাবণ ১৪৩২ মূলে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। একই বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৩-এর অধীনে পুনঃনির্ধারিত নির্বাচনি এলাকার বিষয়ে দাবি, আপত্তি, সুপারিশ ও মতামত আহ্বান করা হয়েছিল।
নির্বাচন কমিশন সচিবালয় প্রজ্ঞাপন নম্বর-১৭.০০.০০০০.০২৫.২২.০৯০,২৪-৩৪১; তারিখ ৩০ জুলাই ২০২৫/১৫ শ্রাবণ ১৪৩২ এবং প্রজ্ঞাপন নম্বর-১৭.০০.০০০০.০২৫.২২.০৯০,২৪-৫১০; তারিখ ১৮ আগস্ট ২০২৫/০৩ ভাদ্র ১৪৩২ মূলে নির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রাপ্ত দাবি, আপত্তি, সুপারিশ ও মতামত নিয়ে কমিশন প্রকাশ্যে শুনানি গ্রহণ করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচন কমিশন আইনের ধারা ৬-এর উপ-ধারা (৪) অনুযায়ী প্রাপ্ত দরখাস্তের তথ্য যাচাই ও শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনা করে প্রাথমিক তালিকায় প্রয়োজনীয় সংশোধন করেছে। এ সংক্রান্ত তফসিল অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের পুনঃনির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হলো।
































