মোহাম্মদ মিঠুন কোয়াবের সভাপতি নির্বাচিত
- সর্বশেষ আপডেট ০৬:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 118
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের সকল বিষয় দেখভাল করে। কয়েক মাস ধরে সংগঠনটির কার্যক্রম বন্ধ থাকার পর আজ (৪ সেপ্টেম্বর) নির্বাচনের মাধ্যমে কোয়াব নতুনভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন।
কোয়াবের নির্বাচনে মোট ১১টি পদ রয়েছে। এর মধ্যে ১০টি পদে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি। শুধুমাত্র সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে এই পদেও যদি নির্বাচন হত না, তা হলে সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ শুধু অটো পাস চিহ্ন সরানোর জন্য প্রার্থী হয়েছেন।
বিসিবি প্রাঙ্গণে বিকেল ৩টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটারদের জন্য বিকেল ৫টা পর্যন্ত সময় ছিল। এবার ভোটাররা সরাসরি উপস্থিত থেকে ভোট দিতে পারলেও অনলাইনের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগও ছিল। মোট ২১৫ ভোটের মধ্যে ১৮৮ জন ভোট দিয়েছেন। যেখানে মোহাম্মদ মিঠুন পেয়েছেন ১৫৪টি ভোট, আর সেলিম শাহেদ পেয়েছেন ৩৪টি ভোট।
একই সঙ্গে কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
































