ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকায় টিআই চেয়ারম্যান

গণঅভ্যুত্থানের পরও দুর্নীতি রয়ে গেছে

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 67

ঢাকায় টিআই চেয়ারম্যান

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশ থেকে দুর্নীতি পুরোপুরি দূর হয়নি। দুর্নীতি এখনও বিদ্যমান, তবে এটি বাড়ছে নাকি কমছে; সে বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সময়ের আগে হবে।

বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তাঁর বাংলাদেশ সফর উপলক্ষে এ আয়োজন করা হয়।

দুর্নীতির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে ভ্যালেরিয়াঁ বলেন, আগের সরকারের শেষ দিকে দুর্নীতি মারাত্মকভাবে বেড়েছিল। ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পরিবর্তনের পরও তা পুরোপুরি বন্ধ হয়নি। দুর্নীতির মামলায় যেসব প্রভাবশালী ব্যক্তি জড়িত, তাদের বিরুদ্ধে স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। অন্য দেশগুলোর অভিজ্ঞতা বলছে, এই ধাপ সফলভাবে শেষ করতে পারলেই দুর্নীতি ধারণা সূচকে উন্নতি সম্ভব।

নিজের সফর প্রসঙ্গে টিআই চেয়ারম্যান জানান, এটি কেবল প্রতীকী নয়; বরং দুর্নীতিবিরোধী বৈশ্বিক আন্দোলনের প্রতি সমর্থন প্রদর্শনের জন্যই তাঁর এ যাত্রা। বাংলাদেশে আসার আগে তিনি মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফর করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকায় টিআই চেয়ারম্যান

গণঅভ্যুত্থানের পরও দুর্নীতি রয়ে গেছে

সর্বশেষ আপডেট ০৪:৪১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশ থেকে দুর্নীতি পুরোপুরি দূর হয়নি। দুর্নীতি এখনও বিদ্যমান, তবে এটি বাড়ছে নাকি কমছে; সে বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সময়ের আগে হবে।

বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তাঁর বাংলাদেশ সফর উপলক্ষে এ আয়োজন করা হয়।

দুর্নীতির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে ভ্যালেরিয়াঁ বলেন, আগের সরকারের শেষ দিকে দুর্নীতি মারাত্মকভাবে বেড়েছিল। ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পরিবর্তনের পরও তা পুরোপুরি বন্ধ হয়নি। দুর্নীতির মামলায় যেসব প্রভাবশালী ব্যক্তি জড়িত, তাদের বিরুদ্ধে স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। অন্য দেশগুলোর অভিজ্ঞতা বলছে, এই ধাপ সফলভাবে শেষ করতে পারলেই দুর্নীতি ধারণা সূচকে উন্নতি সম্ভব।

নিজের সফর প্রসঙ্গে টিআই চেয়ারম্যান জানান, এটি কেবল প্রতীকী নয়; বরং দুর্নীতিবিরোধী বৈশ্বিক আন্দোলনের প্রতি সমর্থন প্রদর্শনের জন্যই তাঁর এ যাত্রা। বাংলাদেশে আসার আগে তিনি মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফর করেছেন।