ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের প্রতি সহিংসতার বিচারে আদালত সর্বোচ্চ পাশে থাকবে

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০২:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 143

নারীদের প্রতি সহিংসতার বিচারে আদালত সর্বোচ্চ পাশে থাকবে

বাংলাদেশসহ বিশ্বজুড়ে নারীরা নানা ধরনের সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সহিংসতার শিকার হচ্ছেন। উন্নয়ন ও পরিবর্তনের মাঝে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও শোষণ এখনও অব্যাহত। এই অপরাধের বিচারের জন্য আদালত সর্বোচ্চ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ হোসনে আরা বেগম।

বৃহস্পতিবার সকালে বিএনকেএস কার্যালয়ের কনফারেন্স কক্ষে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, “কর্মক্ষেত্র, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনপরিসরে নারীরা প্রায়ই বৈষম্য ও নির্যাতনের সম্মুখীন হন। বিশেষ করে নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং পারিবারিক নির্যাতন আজও সমাজে গভীরভাবে বিদ্যমান। গ্রামীণ এলাকাতেও নারীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ অপরিহার্য।”

সভায় নারী বক্তারা বলেন, নারীরা নিজের সুরক্ষার জন্য কৌশলগত থাকা জরুরি। যেখানে দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি, সেখানে নিজেকে রক্ষা করা শেখা অত্যন্ত প্রয়োজন। তারা উল্লেখ করেন, গত এক মাসে লামায় তিনজন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যা মর্মান্তিক এবং এমন ঘটনা দিনদিন বাড়ছে। ভবিষ্যতে নারীদের অধিকার নিশ্চিত করা না হলে আরও বেশি নারী হয়রানির শিকার হবেন।

সভায় বিএনকেএস সভানেত্রী নেমকিম বম সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দোলন কান্তি দাশ, ট্রেনিং অফিসার কাজল কান্তি দাশ, জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য সিং শৈ মারমা, বিএনকেএস উপ-নিবার্হী পরিচালক উবানু মারমা, ট্রেনিং অফিসার পারমিতা চাকমাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নারীদের প্রতি সহিংসতার বিচারে আদালত সর্বোচ্চ পাশে থাকবে

সর্বশেষ আপডেট ০২:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশসহ বিশ্বজুড়ে নারীরা নানা ধরনের সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সহিংসতার শিকার হচ্ছেন। উন্নয়ন ও পরিবর্তনের মাঝে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও শোষণ এখনও অব্যাহত। এই অপরাধের বিচারের জন্য আদালত সর্বোচ্চ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ হোসনে আরা বেগম।

বৃহস্পতিবার সকালে বিএনকেএস কার্যালয়ের কনফারেন্স কক্ষে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, “কর্মক্ষেত্র, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনপরিসরে নারীরা প্রায়ই বৈষম্য ও নির্যাতনের সম্মুখীন হন। বিশেষ করে নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং পারিবারিক নির্যাতন আজও সমাজে গভীরভাবে বিদ্যমান। গ্রামীণ এলাকাতেও নারীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ অপরিহার্য।”

সভায় নারী বক্তারা বলেন, নারীরা নিজের সুরক্ষার জন্য কৌশলগত থাকা জরুরি। যেখানে দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি, সেখানে নিজেকে রক্ষা করা শেখা অত্যন্ত প্রয়োজন। তারা উল্লেখ করেন, গত এক মাসে লামায় তিনজন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যা মর্মান্তিক এবং এমন ঘটনা দিনদিন বাড়ছে। ভবিষ্যতে নারীদের অধিকার নিশ্চিত করা না হলে আরও বেশি নারী হয়রানির শিকার হবেন।

সভায় বিএনকেএস সভানেত্রী নেমকিম বম সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দোলন কান্তি দাশ, ট্রেনিং অফিসার কাজল কান্তি দাশ, জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য সিং শৈ মারমা, বিএনকেএস উপ-নিবার্হী পরিচালক উবানু মারমা, ট্রেনিং অফিসার পারমিতা চাকমাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।