ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ববিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ববি (বরিশাল)
  • সর্বশেষ আপডেট ০৭:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 94

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ববিতে বিক্ষোভ

‎লক্ষ্মীপুর রায়পুর উপজেলার ১৪ বছরের কিশোরীকে অপহরণ করে সাতদিন আটকে রেখে ধর্ষণের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) বিক্ষোভ মিছিল করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচ তলায় এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

ঘটনার সূত্রে জানা গেছে, ‎গত ২৩ই আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখ চেপে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় ভুক্তভোগী ঐ কিশোরীকে (মুসলিম) । এরপর সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে অভিযুক্ত জয় কুড়িসহ আরও কয়েকজন। পরবর্তীতে ৩০ আগস্ট শনিবার সন্ধ্যায় মেয়েটিকে রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে যায় অভিযুক্তরা।

বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন,”আমরা এই ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান সাক্ষর বলেন,”ধর্ষকের কোনো ধর্ম নেই, যে ধর্ষক তার সর্বোচ্চ শাস্তি হতে হবে।”

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদের জীবন বলেন,”আমাদের কাছে দুঃখের বিষয় হলো এই যে,ডাকসু কে কেন্দ্র করে অনলাইন নারী বুলিং কে কেন্দ্র করে যে পরিমাণ প্রতিবাদ হয়েছে তার সামান্য পরিমাণও লক্ষ্মীপুরের রায়পুরে এই কিশোরী কে ধর্ষণ নিয়ে হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ববিতে বিক্ষোভ

সর্বশেষ আপডেট ০৭:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

‎লক্ষ্মীপুর রায়পুর উপজেলার ১৪ বছরের কিশোরীকে অপহরণ করে সাতদিন আটকে রেখে ধর্ষণের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) বিক্ষোভ মিছিল করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচ তলায় এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

ঘটনার সূত্রে জানা গেছে, ‎গত ২৩ই আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখ চেপে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় ভুক্তভোগী ঐ কিশোরীকে (মুসলিম) । এরপর সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে অভিযুক্ত জয় কুড়িসহ আরও কয়েকজন। পরবর্তীতে ৩০ আগস্ট শনিবার সন্ধ্যায় মেয়েটিকে রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে যায় অভিযুক্তরা।

বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন,”আমরা এই ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান সাক্ষর বলেন,”ধর্ষকের কোনো ধর্ম নেই, যে ধর্ষক তার সর্বোচ্চ শাস্তি হতে হবে।”

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদের জীবন বলেন,”আমাদের কাছে দুঃখের বিষয় হলো এই যে,ডাকসু কে কেন্দ্র করে অনলাইন নারী বুলিং কে কেন্দ্র করে যে পরিমাণ প্রতিবাদ হয়েছে তার সামান্য পরিমাণও লক্ষ্মীপুরের রায়পুরে এই কিশোরী কে ধর্ষণ নিয়ে হয়নি।