ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 104

বাংলাদেশ ব্যাংক

সদ্য বিদায়ী আগস্টে দেশে ২৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে ৭ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের একই সময়ে দেশে ২২২ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮ দশমিক ৯০ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন জানান, সদ্য বিদায়ী আগস্টের ৩০ দিনে ২২২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া ৩১ আগস্ট দেশে ১৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

সবশেষ গত জুলাইয়ে দেশে ২৪৮ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা। সবমিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ২ মাসে (জুলাই-আগস্ট) ৪৯০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যেখানে গত বছর একই সময়ে ৪১৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা

সর্বশেষ আপডেট ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

সদ্য বিদায়ী আগস্টে দেশে ২৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে ৭ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের একই সময়ে দেশে ২২২ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮ দশমিক ৯০ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন জানান, সদ্য বিদায়ী আগস্টের ৩০ দিনে ২২২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া ৩১ আগস্ট দেশে ১৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

সবশেষ গত জুলাইয়ে দেশে ২৪৮ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা। সবমিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ২ মাসে (জুলাই-আগস্ট) ৪৯০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যেখানে গত বছর একই সময়ে ৪১৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।