বান্দরবানে বিএনপির র্যালিতে কর্মীদের হাতাহাতি
- সর্বশেষ আপডেট ০৭:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 73
বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন। তবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বান্দরবান শহরের মুক্তমঞ্চের সামনে হাতাহাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলাজুড়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলের নেতাকর্মীরা মুক্তমঞ্চ এলাকায় জড়ো হন। এ সময় হঠাৎ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে একে অপরকে কিল-ঘুষি ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।
অন্যদিকে সমাবেশে মুক্তমঞ্চের ভেতরেও ধাক্কাধাক্কির মাধ্যমে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে সমাবেশ ছেড়ে বের হয়ে যান জেলা বিএনপি সদস্যসচিব জাবেদ রেজা। পরে আবার দলের নেতাকর্মীদের শান্তনা দিয়ে সমাবেশে অংশ নেন।
তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই জেলা বিএনপির সিনিয়র নেতারা দ্রুত হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কয়েক মিনিটের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য চনুমং মারমা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যুবদলের কর্মীরা হাতাহাতি শুরু করেছে। পরে আমরা বের হয়ে তাদেরকে শান্তনা দিয়ে এসে আবার অনুষ্ঠানে যোগ দিই। মূলত যুবদলের কর্মীরাই এমন ঘটনায় জড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম বলেন, সমাবেশ ঘিরে মঞ্চের সামনে বিভিন্ন সংগঠনের হাতাহাতির ঘটনা হয়েছে। র্যালি শেষে বাইরে মারামারি হয়েছে, সেটা দেখতে পেয়েছি। সেখানে স্বেচ্ছাসেবক দল, কৃষকদল তাদের মধ্যে হাতাহাতি হয়েছে এবং কেউ কেউ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল।
তিনি বলেন, হাতাহাতির ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই মঞ্চ থেকে মাইক দিয়ে নির্দেশনা দিই; যদি যুবদলের কেউ ঘটনাস্থলে থাকে তবে তাদের মঞ্চে চলে আসার জন্য আহ্বান জানাই। তবে কী কারণে হাতাহাতি হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন।
বান্দরবান সদর থানার উপপরিদর্শক আলাউদ্দিন বলেন, দলের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে বাকবিতণ্ডা হয়েছে। পরে দলের সিনিয়র নেতাকর্মীরা আবার শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর আহত হয়েছে কি না সে বিষয়ে জানা নেই বলে জানান তিনি।


































