দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
- সর্বশেষ আপডেট ০২:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 114
ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ দল। তাসকিন আহমেদ, লিটন দাস ও সাইফ হাসান ছিলেন প্রথম ম্যাচের জয়ের মূল নায়করা। সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখলে আজই সিরিজ জিততে পারবে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
টাইগারদের সহকারী কোচ সালাউদ্দিন জানিয়েছেন, দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি। রোববার ১৬ সদস্যের দলে একাদশের বাইরে থাকা পাঁচজন খেলোয়াড়ের মধ্যে চারজনের সঙ্গে অনুশীলন করেছেন কোচিং প্যানেলের সদস্যরা। অনুশীলনের ভিত্তিতে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখানে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। এটি আন্তর্জাতিক ক্রিকেট। জেতার জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা সেটাই নেব।”
উইনিং কম্বিনেশন ভাঙা হলেও একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তাসকিন আহমেদকে ওয়ার্কলোডের কারণে বিশ্রাম দেওয়া হতে পারে, যদিও সেটি নিশ্চিত নয়। অন্যথায়, দ্বিতীয় ম্যাচের একাদশে পরিবর্তনের সুযোগ খুব কম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।































