বাংলাদেশের সিরিজ জয় নাকি নেদারল্যান্ডসের ঘুরে দাঁড়ানো?
- সর্বশেষ আপডেট ১১:২৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 153
প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
এ ম্যাচে জয় পেলে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ নিশ্চিত করবে সিরিজ জয়। তবে নেদারল্যান্ডসের জন্য ম্যাচটি সমানভাবে গুরুত্বপূর্ণ। সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই রায়ান কুকের দলের সামনে।
সংবাদ সম্মেলনে ডাচ অলরাউন্ডার নোয়া ক্রোস বলেছেন, “আমাদের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমরা বিশ্বাস করি সিরিজে ফিরে আসতে পারব এবং শেষ পর্যন্ত ২-১ এ জিতব।” বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে তিনি বলেন, “তারা সত্যিই মানসম্পন্ন বোলার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা তাদের আরও শক্তিশালী করেছে। এই ধরনের আক্রমণের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের জন্য বড় শিক্ষা।”
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের বিপক্ষে আগের দুইবার আমরা বিশ্বকাপে খেলেছি, তখন কন্ডিশন ছিল একেবারে ভিন্ন। এখানে খেলার অভিজ্ঞতা আমাদের নেই, যা আমাদের জন্য চ্যালেঞ্জ আবার সুযোগও। এই সিরিজ আমাদের বিশ্বকাপের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশ দলে একাদশ নিয়ে রয়েছে স্বাস্থ্যকর প্রতিযোগিতা। শামীম পাটোয়ারী নিয়মিত মুখ হলেও বিকল্প খেলোয়াড়দের পারফরম্যান্সও নজর কাড়ছে। কোচ সালাউদ্দিন বলেছেন, “আমরা চাই দলের ভেতরে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হোক। আগে যেখানে শুধু টিকে থাকার লড়াই ছিল, এখন খেলোয়াড়রা পারফর্ম করেই জায়গা ধরে রাখতে চাইছে। এতে দলের মান বাড়ছে।”
লম্বা বিরতির পর জাতীয় দলে ফিরেছেন সাইফ হাসান ও নুরুল হাসান সোহান। দ্বিতীয় ম্যাচে সোহানকে একাদশে দেখা যাবে কি না সে ব্যাপারে নিশ্চিত কিছু না জানালেও কোচ জানিয়েছেন, “সাইড বেঞ্চে যত ভালো পারফর্মার থাকবে, দলের জন্য তা ততই উপকারী। সাইফ সুযোগ পেয়ে ভালো করেছে, এখন তার লক্ষ্য হবে ধারাবাহিকতা বজায় রাখা।”
প্রথম ম্যাচে আগে বোলিং করে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করবে কি না সে ব্যাপারে প্রশ্নে কোচ সালাউদ্দিন বলেছেন, “এটা পরীক্ষার জায়গা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে সব সিদ্ধান্তই নিতে হবে জয়ের লক্ষ্যে।”































