নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্যসহ নিহত ২
- সর্বশেষ আপডেট ০১:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 69
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে নেত্রকোনা জেলার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের মাজাটি গ্রামে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাবেক ইউপি সদস্য দুজাহান ও নূর মোহাম্মদ।
রোববার (৩১ আগস্ট) সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সম্মেলন শেষে শনিবার মধ্যরাতে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্য দুজাহানকে মৌগাতি এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা করে গুরুতরভাবে কুপিয়ে আহত করে। তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে একই ঘটনার জেরে গ্রামে আরও হামলা হয়, যাতে চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান। বাকি তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, যিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।


































