অভিযোগ গণ অধিকারের আব্দুর জাহের
হামলার আগে সেনাপ্রধানের নিরাপত্তা কর্মকর্তা নুরকে হুমকি দেয়
- সর্বশেষ আপডেট ১২:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / 112
গণঅধিকার উচ্চতর পরিষদের সদস্য আব্দুর জাহের অভিযোগ করেছেন, নুরুল হক নুরের ওপর হামলার আগে সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার শামস নুর তাকে ফোনে হুমকি দেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ব্রিগেডিয়ার শামস নুরকে ফোনে জাতীয় পার্টি ও জিএম কাদেরকে নিয়ে সমালোচনা না করার জন্য বলেন। কিন্তু নুরুল হক নুর স্পষ্ট জানান, জাতীয় পার্টি ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে অবস্থান তাদের আগের মতোই অব্যাহত থাকবে। তখনই শামস নুর তাকে ‘ফল ভালো হবে না’ বলে হুমকি দেন।
জাহেরের অভিযোগ, এই ঘটনার কিছুক্ষণ পরেই ক্যাপ্টেন রাকিবের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা নুরুল হক নুরের ওপর হামলা চালায়। তখন তিনি দলের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন। তাদের অভিযোগ, কোনো কথা না বলেই নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে হামলা হয়।
এ সময় দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং টয়লেট পর্যন্ত ভেঙে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।
আব্দুর জাহের প্রশ্ন তোলেন; কার নির্দেশে সেনাপ্রধানের নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার শামস নুর হুমকি দিলেন? কার স্বার্থে সেনাবাহিনী জাতীয় পার্টি ও জিএম কাদেরকে রক্ষা করছে?
তার মতে, নুরুল হক নুরের ওপর প্রকাশ্যে সেনাবাহিনী হামলা চালালেও এর আসল পরিকল্পনাকারী হলো পতিত সরকার। তিনি সতর্ক করে বলেন, “আজ নুরুল হক নুর, কাল হাসনাত, পরশু আরেকজন; এভাবেই পতিত সরকার ২৪-এর প্রতিশোধ নেবে।”
































