পররাষ্ট্র উপদেষ্টা
পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না
- সর্বশেষ আপডেট ০৫:০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / 76
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশকে আর পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না। আগামীর রাজনীতিতে তরুণরাই গুণগত পরিবর্তনের পথ দেখাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, স্বাধীনতার পাঁচ দশক পরও দেশের সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যথেষ্ট শক্তিশালী হয়নি। তাই রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। তিনি মনে করিয়ে দেন, দায়িত্ব পালন করাই রাজনীতি নয়, বরং সঠিকভাবে দায়িত্বশীল আচরণ করাই রাজনীতির মূল ভিত্তি।
রোহিঙ্গা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যদি দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হয়, তবে আগামী দশকেও এই সংকট এ অঞ্চলের মানুষের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে থাকবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ কনফারেন্সের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।































