আদালতের প্রতি আস্থা নেই বলেই জামিন চাননি লতিফ সিদ্দিকী
- সর্বশেষ আপডেট ০৪:২৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / 100
রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বারবার আইনজীবী তার পক্ষে দাঁড়াতে চাইলেও তিনি জানান, আদালতের প্রতি তার আস্থা নেই। ফলে তিনি ওকালতনামায় স্বাক্ষর করেননি এবং জামিনের আবেদনও করেননি।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। কাঠগড়ায় দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী হাস্যোজ্জ্বল ছিলেন এবং মাঝে মাঝে পানি পান করেন। অন্যান্য আসামিরা আদালতের অনুমতি নিয়ে ওকালতনামায় স্বাক্ষর করেন, তবে লতিফ সিদ্দিকী স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।
মামলার অভিযোগ অনুযায়ী, আবদুল লতিফ সিদ্দিকী ‘মঞ্চ ৭১’ নামে সংগঠনের ব্যানার ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বক্তব্য দেন এবং উপস্থিত লোকজনকে প্ররোচিত করেন। এই কারণে মামলাটি তদন্তাধীন রয়েছে।
এর আগে ২৮ আগস্ট রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল আলোচনায় হট্টগোল তৈরি করা হয়। একদল ব্যক্তি অনুষ্ঠানটি বিঘ্নিত করে এবং কিছু অংশগ্রহণকারীকে অবরুদ্ধ করেন। পুলিশের মধ্যস্থতায় ১৬ জনকে আটক করা হয় এবং শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


































